বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
গণমাধ্যম

হার্ট অ্যাটাকে অসুস্থ সাংবা‌দিক কাউসার, দু‌শ্চিন্তায় প‌রিবার

লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘদিন ধ‌রে অসুস্থ‌্ হ‌য়ে হাসপাতা‌লে চি‌কিৎসাধীণ ছি‌লেন সাংবা‌দিক নুরুজ্জামান কাউসার। তি‌নি দৈ‌নিক আমার বার্তা ও সি‌টিজেন টাইম‌সের নারায়ণগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি এবং নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লা‌বের সাংগঠনিক সম্পাদক। সব‌শেষ হৃদ‌রোগ জ‌নিত কার‌ণে তি‌নি ঢাকা জাতীয় হৃদ‌রোগ ইনস্টিটিউটে ভর্তি থে‌কে চি‌কিৎসা নি‌য়ে এখন নিজ বাসায় শয‌্যাশায়ী। সাংবা‌দিক কাউসার ও প‌রি‌বা‌রের সদস‌্যরা তার দ্রুত সুস্থ‌্যতা কামনায় সক‌লের কা‌ছে দোয়া কামনা ক‌রে‌ছেন।

এরআগে ২৮ মার্চ রা‌তে হঠাৎ ক‌রে সাংবা‌দিক কাউসা‌রের বু‌কে প্রচন্ড ব‌্যথা উঠে। তৎক্ষনাত নারায়ণগ‌ঞ্জের ৩শ’ শয‌্যা হাসপাতা‌লে নেয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক হার্ট অ‌্যাটাক বুঝ‌তে পে‌রে তা‌কে জাতীয় হৃদ‌রো‌গে ইন‌স্টি‌টিউটে নেয়ার পরামর্শ দেয়। প‌রে সেখা‌নে ভ‌র্তি রে‌খে চি‌কিৎসা শে‌ষে ৩১মার্চ বাড়ি ফির‌লেও শা‌রিরীক অবস্থার অবন‌তি ঘট‌লে ১১ এপ্রিল পূণরায় ভ‌র্তি করা‌নো হ‌য়ে‌ছিল।

প‌রিবা‌রের সদস‌্য ও চি‌কিৎসক‌দের সা‌থে কথা ব‌লে জানা যায়, চল‌তি মা‌সের ১৬ তা‌রিখ সাংবা‌দিক কাউসার‌কে এন‌জিওগ্রাম করা‌নো হ‌য়ে‌ছিল। তার প্রধান ধম‌নির ভেত‌রের দেয়াল ব্লক র‌য়ে‌ছে। যা হৃদপ‌ন্ডে রক্ত চলাচ‌লে বাধা দেয়। যে কার‌ণে রিং স্থাপ‌নের মাধ‌্যমে স‌ক্রিয় করার প্রুস্তুতী নেয়া হ‌য়ে‌ছিল। কিন্তু শারী‌রিক অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তা সম্ভব হ‌চ্ছে না। অচী‌রেই বায়পাস (ও‌পেন হার্ট) সার্জা‌রির মাধ‌্যমে দ্রুত উন্নত চি‌কিৎসা নি‌তে হ‌বে সাংবা‌দিক কাউসার‌কে। ত‌বে আর্থিক সংকট, শা‌রিরীক স্বক্ষমতা ও ডায়া‌বে‌টিস জনিত কিছু জ‌টিলতার কার‌ণে আপাতত অ‌পেক্ষায় দিন পার কর‌ছে সাংবা‌দিক কাউসার।

RSS
Follow by Email