বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
জেলাজুড়েপ্রবাসসদর

হার্টের চিকিৎসায় দোয়া চাইলেন রোটারি ক্লাব অব আবাবিলের সভাপতি

লাইভ নারায়ণগঞ্জ: হার্টের চিকিৎসার জন্য রোটারি ক্লাব অব আবাবিল নারায়ণগঞ্জ‘র সভাপতি নাজমুল হাসানের অপারেশন করা হবে। শুক্রবার (৭ জুন) লন্ডনের এক হাসপাতালে তার এ অপারেশন করা হবে।

অপারেশনের মাধ্যমে হার্টে রিং পড়ানো হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান। এর জন্য তিনি ক্লাবের সদস্যদসহ সকলের কাছে দোয়া প্রার্থণা করেছেন।

এক বার্তায় তিনি বলেন, সম্মানিত রোটারিয়ান বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন? শুক্রবার বাংলাদেশ সময় ২টায় আমার হার্ট এর চিকিৎসার জন্য রিং পরানো হবে, তাই আমাদের ক্লাব এর সকল সদস্যদের কাছে দোয়া প্রার্থনা করছি।

উল্লেখ্য, নগরীর নিতাইগঞ্জের বাসিন্দা নাজমুল হাসান, পিতার মোফাজ্জল ইসলাম। রোটারি ক্লাব অব আবাবিল নারায়ণগঞ্জ‘র সভাপতি নাজমুল হাসান একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও বেশ পরিচিত।

RSS
Follow by Email