হামলায় বাধা দেয়ায় হত্যার চেষ্টা, প্রধান আসামি বাণিজ্য মেলায় গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ভূলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু হানিফ (৩২)কে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায়. প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১২ জানুয়ারি) অভিযুক্তকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।
তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।
অভিযুক্ত আসামির নাম শাহিন মিয়া (৩৫)। সে রূপগঞ্জ উপজেলার পাড়াগাও এলাকার লিয়াকত আলী নেকুর ছেলে।
মামলার এজাহালে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী শাহিন মিয়া ও রাব্বি মিয়াসহ অজ্ঞাত ৩/৪ জন রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুলতা পাড়াগাঁও বটতলা এলাকায় রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাতে যায়। এসময় রাসেলকে ভুলতা এলাকায় ব্যবসা করতে দিবে না বলে হুমকি ধামকি প্রদান করে।ভূলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু হানিফ ব্যবসায়ী রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলায় বাধা দিলে, শাহিন ও রাব্বির নেতৃত্বে হানিফ মিয়াকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে হানিফ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপক্ষে ভর্তি করা হয়। এই ঘটনায় হানিফ মিয়ার স্ত্রী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী বলেন, হানিফ মিয়াকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী শাহীনকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে অভিযান করে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।