হাফিজুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে: জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্র
লাইভ নারায়ণগঞ্জ: শ্রমিকনেতা হাফিজুল ইসলাম হাফিজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটি। বুধবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রেরণ করে দলটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মহান মে দিবস উদযাপনে চাষাড়া শহীদ মিনারে সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একাধিক শ্রমিক গণসংগঠনের আবেদন বিবেচনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সময় বন্টন করে ৪ টি শ্রমিক সংগঠনকে অনুমোদন দেন। এক্ষেত্রে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা মাহবুবুর রহমান ইসমাইল তাঁদের সমাবেশে একজন উপদেষ্টা অতিথি থাকার মিথ্যা প্রচার প্রোপাগান্ডা চালিয়ে গায় জোরি ভাব দেখিয়ে নিজেদের সুবিধা মতো সময়ে সমাবেশ করার ঘোষণা দেয়। যার প্রেক্ষিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিইউসি’র পক্ষ থেকে পুর্ব নির্ধারিত সময় ১ মে’ বিকেল ৩ টায় শহীদ মিনারে সমাবেশ করার প্রচার করা হলে মাহবুবুর রহমান ইসমাইল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে থানায় জিডি এন্ট্রি করে সংবাদ সম্মেলন ডেকে মিথ্যাচার করেছে। সে কয়েক টি কারখানা মালিকের লিগ্যাল এডভাইজার হিসেবে নিযুক্ত আছে। শ্রম আদালতে মালিকের পক্ষে মামলা লড়ে শ্রমিকদের আইনগত সুবিধা থেকে বঞ্চিত করাই তাঁর কাজ। কোন কারখানার শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে সংকট তৈরি হলে সে মালিকদের সাথে আঁতাত করে শ্রমিকদের আইনি পাওনা থেকে বঞ্চিত করে।
জেলা সিপিবি’র সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলাম হাফিজের বিরুদ্ধে ঝুট ব্যবসা ও টাইম সোয়েটার কারখানা বন্ধ করার মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও অহেতুক কথাবার্তা বলে তাঁর সম্মান, মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি। হাফিজুল ইসলাম নারায়ণগঞ্জের সুপরিচিত মুখ। শীর্ষস্থানীয় একজন শ্রমিক জননেতা। ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা পরিহার করার আহ্বান জানাই।’