হাদির হত্যাকারী গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।
শুক্রবার (১৯ ডিসেম্বর ) জুম্মা নামাজের পর ডিআইটি মসজিদ চত্বর থেকে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়ায় এসে শেষ হয়।
এর আগে, প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, উসমান হাদির হত্যাকাণ্ড সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্ত হবে।
মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, মাওলানা শরীফ মাহমুদ, নুর মোহাম্মদ খান, খন্দকার হাফেজ আওলাদ, আব্দুল করীম মিন্টু, মুফতী তৌফিক বিন হারিছ, প্রভাষক মাইদুল ইসলাম, মোতাহার হুসাইন, মুহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।
