হাজীগঞ্জে গাড়ি চাপায় পথচারী কিশোর আহত, তদন্ত করছে পুলিশ
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা হাজীগঞ্জ এলাকায় গাড়ি চাপায় এক পথচারী কিশোর আহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) বিকেলে হাজীগঞ্জ রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি ভবনের ভেতরে ঢুকে যায়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শরিফুল ইসলাম।
এঘটনার পর গাড়িটির চালক নীট কর্নসানের মনির হোসেন মনার বন্ধু তেল ব্যবসায়ী মিনারের ছেলে ইসরাত ও তার পাশে বসা মিনারের ভাতিজা রুমিকে আটক করে জনতা।
আহত পথচারীর নাম মেহেদী (১৪)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদীন আছেন।
জানা যায়, শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে হাজীগঞ্জ রেল লাইনে বেপরোয়া গতিতে একটি গাড়ী (ঢাকা মেট্টো-গ-৩৯-৮৩৩৩) কয়েক দফা যাতায়াত করে। এক পর্যায়ে গাড়িটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে পথচারী মেহেদীকে চাপা দিয়ে একই এলাকার বাবুল, কামাল ও শাহআলমের মালিকানাধীন তিন তলা ভবনের ভিতরে ঢুকে যায়।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি। এছাড়া আহত কিশোরের চিকিৎসা করাচ্ছে গাড়ির চালক ও তার পরিবার। আমরা ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।