হাজার বছরের সম্প্রীতির শহর নারায়ণগঞ্জ: মাসুদুজ্জামান
লাইভ নারায়ণগঞ্জ:
“নারায়ণগঞ্জ হাজার বছরের সম্প্রীতির শহর। আমরা বারবার প্রমাণ করেছি—এখানে আমাদের সম্পর্কের কখনো পরিবর্তন হয়নি, আত্মার আত্মীয়তার বন্ধন অটুট থেকেছে। আজকের এই সংকীর্তন অনুষ্ঠান সেই প্রমাণ বহন করে।” বলেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে নিতাইগঞ্জ মোড়ে শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
মাসুদুজ্জামান বলেন, “আমাদের সম্প্রীতির যে সম্পর্ক—এ ইতিহাস আমাদের আরও শত বছর এগিয়ে নেবে। একে অপরকে সম্মান দেওয়া যতদিন বজায় থাকবে, সম্পর্ক কখনো নষ্ট হবে না। আমরা ধর্ম নিয়ে নয়, আত্মার সম্পর্ক নিয়ে চলি—এটা আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “সংখ্যালঘু শব্দটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পছন্দ করতেন না। জাতীয়তাবাদী দল ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না। ধর্মের অধিকার সবার মৌলিক অধিকার।”
কীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পী, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ মন্দির কমিটি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

