বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02পরিবহন

হরতাল প্রত্যাহার করে জেলা প্রশাসককে ধন্যবাদ জানালেন যাত্রী অধিকার ফোরাম

লাইভ নারায়ণগঞ্জ: জেলা প্রশাসকের সাথে যাত্রী অধিকার ফোরামের নেতৃবৃন্দ ও বাস মালিক সমিতির নেতাদের সাথে সভা হয়েছে। সভা পরবর্তী সংবাদ সম্মেলন করেছের যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল,নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টুসহ নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ২৬ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ৩দফা দাবি জানিয়ে কিছু আন্দোলন কর্মসূচী ঘোষণা করেছিলাম। সেখানে ৩ দফা দাবির মধ্যে একটি হলো ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৪৫ টাকা করতে হবে। এছাড়া পঞ্চবটী-ফতুল্লা হয়ে যে বাস ঢাকা ও সোনারগাঁয়ে যায় সেগুলো চলে সিএনজিতে কিন্তু ভাড়া নির্ধারণ করা হয়েছে ডিজেলে। আমরা বলেছি এগুলো সিএনজি ভাড়ায় নিয়ে আসতে হবে, ছাত্রদের ভাড়া হাফ করতে হবে, নারায়ণগঞ্জে যেগুলো এসি বাস চলাচল করে সেগুলোর মধ্যে বিআরটিসি ৬০ টাকা ও বেসরকারী ৬৫ টাকা দাবি জানিয়েছি। এগুলো নিয়ে আমরা জেলা প্রশাসকের সাথে বসেছি, কিন্তু কোন ফায়সালা না হওয়ায় আমরা আন্দোলন কর্মসূচী করেছি।

তিনি আরও বলেন, আজকে জেলা প্রশাসক আমাদের জানিয়েছে লিংক রোডে ঢাকা নারায়ণগঞ্জ রুটে যে গাড়ি ভাড়া ৫৫টাকা ছিলো, সেগুলো ৫০ টাকা করেছে। এবং ছাত্রদের অর্ধেক ভাড়া ঘোষণা দিয়েছেন। আমরা সিএনজি চালিত যে বাস গুলো আছে এগুলো জিজ্ঞাসা করার পর তিনি আমাদের জানান, আমরা একটি কমেটি করে দিবো। সেই কমিটির মাধ্যমে বাস্তবায়ন হবে। এর আগে মঙ্গলবার জেলা প্রশাসক সিদ্ধান্ত নিয়েছেন টার্মিনাল থেকে বাস ভাড়া ৫২ টাকা ও চাষাঢ়া থেকে ৫০টা। ছাত্রদের জন্য প্রতি বাসে ৫জন করে যাবে, এসি বাস ৭০টাকা করে করবে। আমরা যাত্র ফোরাম আলোচনা করে সামনা সামনি আলোচনা করতে চেয়েছি।

তিনি বলেন, আমরা অঙ্ক কষে জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি কেনো আমরা ৪৫ টাকা ভাড়া চাচ্ছি। আর এটা একটা যোক্তিক ভাড়া। যদি পরিবহন চাঁদাবাজরা এখানে চাঁদা না খায়, তাহলে ৪৫ টাকা বাস ভাড়া রেখেও বাস মালিকরা লাভে থাকবেন। বাস মালিকদের সাথে এমন আলাপ হয়েছে। আজকে আমাদের সাথে বসে তারা লিংক রোডের ভাড়া ৫০ টাকা নির্ধারণ করেছে। আমরা এটি গ্রহন করছি। এবং ছাত্রদের সকল রুটে ভাড়া অর্ধেক করে দিয়েছে। সিএসজি চালিত ভাড়া যেটা যোক্তি সেটা জেলা প্রশাসক করবেন বলে জানিয়েছেন। এছাড়া এসি বাসের ভাড়া ৭০ টাকা করেছে। আমার মনে করছি আপাতত এটা আমাদের যে দাবি সেটার সুরাহা আমাদের জেলা প্রশাসকের ঘোষণার মধ্যে দিয়ে হয়েছে। আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।

রফিউর রাব্বি বলেন, আমাদের দীর্ঘ ২১ দিনের আন্দোলনে নারায়ণগঞ্জে বিভিন্ন সামাজি, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ তাদের ভূমিকা রছেয়ে। এছাড়া নারায়ণগঞ্জবাসীসহ বিএনপি, জামাত ও ইসলামিক দল গুলো আমাদের সমর্থণ জানিয়েছে। আমরা সকলের প্রতি ধন্যবাদ জানাই। আমাদের যাত্রী অধিকার ফোরামের সাথে জোট ভুক্ত সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, ওয়ার্কাস পার্টি, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, ন্যাপ রয়েছে। এই সংগঠন গুলোকে আমরা ধন্যবাদ ও অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের যে ছাত্র সংগঠন গুলো, মহিলা সংগঠন, শ্রমিক সংগঠনসহ পেশাদার বিভিন্ন রয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আইনজীবী সংগঠন যারা জেলা প্রশাসককে মানানো জন্য তার সাথে কথা বলেছে, তাদের ধন্যবাদ জানাই। আমাদের সাংবাদিকদেরও ধন্যবাদ জানাই, যারা আমাদের ২১ দিনের আন্দোলনকে গতিশীল করার জন্য সহযোগীতা করেছে।

সংবাদ সম্মেলনে পরিবহন মাফিয়াদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের এই আন্দোলন জনগণের একটি বিজয়। কারণ বাস ভাড়া বৃদ্ধি হওয়ার পর কমিয়েছে বাংলাদেশে এমন নজির কম। আমরা ২০১১ সাথে কমিয়েছি, এখেনো কমিয়েছি যোক্তিক কারণে। চাঁদাবাজ মাফিয়ারা এখান থেকে বিতারিত হয়েছে এবং তাদের নির্ধারিত ভাড়া এখন আর চলতে পারে না। কিন্তু আমরা একটা মেসেজ দিতে চাই আজকে। আগের মাফিয়া বিদায় হওয়ার পর নতুন করে গড ফাদার হওয়ার পায়তারা করছে। গত ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় নারায়ণগঞ্জের মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে ছিলো। যার থেকে পরিত্রানের জন্য নারায়ণগঞ্জের মানুষ আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি। কেউ যদি মনে করে সেই গডফাদারদের বিতারিত করার পর তাদের জায়গা আবার কেউ দখল করবে। এটা কখনো সমম্ভব নয়, আমরা লক্ষ্য করছি ফুটপাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে কোন কোন নেতা পয়সা খাচ্ছে আমাদের কাছে রির্পোট আছে। ২নং গেট ও টার্মিনালে দোকান থেকে ৫০ টাকা, ভ্যান থেকে ১০০টাকা তুলছে অমুক মুক্তি পরিষদ ব্যানারে চাঁদা তুলছে। জেলা প্রশাসককে বলেবো আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন। যাতে নারায়ণগঞ্জের মানুষ আর কোন দুর্বিষহ অবস্থায় না পরে। আমরা আপনার সাথে আছি। এই প্রেক্ষিতে আমরা আগামী কালের হরতাল আমরা প্রত্যাহার করলাম। নির্ধারিত ভাড়া সোমবার থেকে কার্যকর হবে।

RSS
Follow by Email