বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03রাজনীতি

হরতাল-অবরোধে না.গঞ্জে ২০ মামলা, ৫১৪জন নেতাকর্মী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির টানা হরতাল-অবরোধ চলাকালে নারায়নগঞ্জে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় জেলাজুড়ে বেশ কিছু গাড়িতেও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জেলার ৭টি থানায় মামলা হয়েছে ২০টি যাতে গ্রেপ্তার হয়েছেন বিএনপি ও যুগপৎ শরিক দলের ৫১৪জন নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।

তিনি বলেন, ‘গত ২৮ তারিখ থেকে আজ পর্যন্ত নারায়ণগঞ্জের ৭টি থানায় ২০টি মামলা দায়ের করা হয়েছে। যাতে আজ পর্যন্ত মোট ৫১৪জনকে গ্রেফতার করা হয়েছে।’

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

এরপর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি দিয়ে আসছে দলগুলো। সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত দুইদিন হরতাল পালন করা হয় দেশজুড়ে। শুক্র-শনিবার বিরতি দিয়ে আবার রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে দুইদিন অবরোধের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত।

RSS
Follow by Email