রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led03সদর

হরতাল-অবরোধেও নারায়ণগঞ্জে যানবাহন চলাচল স্বাভাবিক

লাইভ নারায়ণগঞ্জ: হরতাল এবং অবরোধেও নারায়ণগঞ্জ শহরের যানবাহন চলাচল স্বাভাবিক আছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে প্রায় শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে এমন চিত্র।

বিএনপি ও সমমনা দলের একদফা দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। পাশাপাশি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী অর্ধদিবস ও গণতন্ত্র মঞ্চ একদিনের হরতালের আহ্বান করেছে।

সরজমিনে দেখা গেছে, নগরীর দুইনং রেল গেইট ও চাষাঢ়া বাসস্ট্যান্ড থেকে সব রুটের বাস চলাচল করছে। ট্রেন চলাচলও রয়েছে স্বাভাবিক। তবে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীর সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা গেছে। কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, কিছুটা ভয় এবং আতঙ্কের কারণে তারা রাস্তায় বের হচ্ছেন না।

নারায়ণগঞ্জ জেলার মধ্যে চলাচল করা বাসের পাশাপাশি সড়কে চলছে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি, লেগুনা এবং রিকশা-অটোরিকশা। একই সঙ্গে এ এলাকায় প্রায় সব ধরনের ছোট-বড় ব্যাবসায়িক প্রতিষ্ঠান এবং দোকানপাট খোলা আছে, ব্যবসায়ীদের কার্যক্রমও স্বাভাবিক চলছে।

RSS
Follow by Email