হরতালের বিরুদ্ধে রাজপথে এনায়েতনগর বিএনপি নেতারা
লাইভ নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের ডাকা হরতালের বিরুদ্ধে, ফতুল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এনায়েতনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ওই বিক্ষোভ মিছিল হয়। এ সময় এনায়েতনগর ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ’র বিশাল জমায়েতের সাথে লক্ষ্য করা যায়।
বিক্ষোভ মিছিল শেষ করে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সবসময় প্রস্তুত আছি। রাজপথে আওয়ামী লীগের যেকোন ষড়যন্ত্র মোকাবিলায় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত। আমরা নারায়ণগঞ্জের মাটিতে গডফাদার ও ফ্যাসিস্টদের মাথা চাড়া দিয়ে উঠতে দেবো না।