শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
Led04রাজনীতি

হরতালের বিরুদ্ধে টিপুর নেতৃত্বে রাজপথে মহানগর বিএনপি

লাইভ নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের ডাকা হরতালের বিরুদ্ধে, নারায়ণগঞ্জে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল হয়। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপনকে বিশাল জমায়েতের সাথে লক্ষ্য করা যায়।

এড. মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সবসময় প্রস্তুত আছি। রাজপথে আওয়ামী লীগের যেকোন ষড়যন্ত্র মোকাবিলায় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত। আমরা নারায়ণগঞ্জের মাটিতে গডফাদার ও ফ্যাসিস্টদের মাথা চাড়া দিয়ে উঠতে দেবো না।

RSS
Follow by Email