বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led05

হত্যা মামলার পলাতক আসামি খানপুরে গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৫ জুলাই) নগরীর খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আসামির পিসিপিআর যাচাই করে দেখা যায় যে, তার বিরুদ্ধে একই থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

অভিযুক্ত আসামির নাম মো. সোহান (২৮)। সে নগরীর নতুন-২৭, পুরাতন-২০, ব্রাঞ্চ রোড এলাকার সাইজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১১ সিনি. সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, খানপুর এলাকা হতে হত্যা মামলার পলাতক আসামি মো. সোহান(২৮)’কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, আসামি ও তার সহযোগীরা মিলে পরিকল্পিত ভাবে নিহত ভিকটিম সালাউদ্দিন কালু(২৮)’কে হত্যা করে লাশ গোপন করে ফেলেন। হত্যার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে নিজেরা আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুহলে র‌্যাব-১১ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে সদর মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email