বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
Led02রাজনীতি

হত্যা মামলার আসামি যেন না.গঞ্জের মাটিতে চলাফেরা করতে না পারে: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, খুন ঘুম নির্যাতন ছিল শেখ হাসিনার নিত্যদিনের খোরাক। বাংলাদেশের মানুষকে বন্দুকের নল দেখিয়ে একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল। আয়না ঘর বানিয়ে মানুষকে গুম করে তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টায় কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কলাগাছিয়া ইউনিয়নের আলতাফ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে এ বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান বক্তা হিসেবে তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় গডফাদার ছিল খুনি শেখ হাসিনা, তেমনিভাবে আমাদের নারায়ণগঞ্জেও গডফাদার ছিল ওসমান পরিবার। তেমনিভাবে কলাগাছিয়া এলাকায় কিন্তু একজন চোর ছিল, তার নাম ছিল তেলচুর দেলোয়ার। সেও কিন্তু একজন বৈষমবিরোধী ছাত্র আন্দোলন হত্যার মামলার আসামি। ওকি এখনো এলাকায় আছে? যদি থাকে তা হলে আপনারা ধরে ওকে প্রশাসনের কাছে হস্তান্তর করে দিবেন। কোন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জের মাটিতে যাতে চলাফেরা করে থাকতে না পারে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে সব রুখে দিবেন।

টিপু আরও বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার বিলিয়ন টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আর এখন বিদেশে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। কিভাবে বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখবে, কিভাবে বিএনপিকে ধ্বংস করা যায়। কিন্তু আমরা বিএনপি নেতা কর্মীরা বলে দিতে চাই, ওই স্বৈরাচারী খুনি শেখ হাসিনাসহ যারা এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে কখনোই আর বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না।

এসময় আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দের হাতে তুলে দেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এড. মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, সহ-সভাপতি দিদার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email