হত্যা-ধর্ষণসহ একাধিক মামলার পলাতক আসামি আ.লীগ নেতা সেলিম গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে হত্যাসহ বহু মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা সেলিম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) ভোর রাতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।
গ্রেপ্তারকৃত সেলিম রেজা রূপগঞ্জের চনপাড়া এলাকার আব্দুল হালিম সাউদের ছেলে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ২০১৮ সালে একটি হত্যা, ২০১৯ সালে ধর্ষণ, চাঁদাবাজি ও দূর্নীতি দমন কমিশনে একটি, ২০২১ সালে মাদক এবং ২০২৪ সালে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে সেলিম রেজা এলাকা ছাড়া ছিল। এদিকে, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করে।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, নারায়ণগঞ্জে ‘আভিযানিক কার্যক্রম’ নামে যৌথ বাহিনীর অভিযানে সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সেলিম রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।