বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
স্বাস্থ্য

হটলাইনে ফোন করলেই পাবেন ডেংগু প্রতিরোধে সেবা

লাইভ নারায়ণগঞ্জ: মশা বাহিত ডেংগু বর্তমানে মহামারী হিসাবে দেখা দিয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে ডেংগুতে মৃত্যু হার কোভিডের চেয়ে বেশী।এই অবস্থায় ডেংগু প্রতিরোধের লক্ষে টিম খোরশেদ ফ্রী টেলিমেডিসিন সেবা চালু করেছে।

সকাল ১০ টা থেকে রাত ১০ পর্যন্ত যেকোন মানুষ হটলাইনে (০১৭০৬-৮৩৩০৯৪)ফোন করে এই সেবা নিতে পারবেন। চিকিৎসা সেবা প্রদান টিম খোরশেদ এর স্থায়ী সদস্য লায়ন ডা.ফারজানা ইয়াসমিন। প্রয়োজনে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য যে,করোনাকলীন সময়েও টিম খোরশেদ এর ৮ জন চিকিৎসক বিনামূল্যে প্রায় ১৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে।

RSS
Follow by Email