রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
জেলাজুড়েরূপগঞ্জ

হকার ও যানজট নিরসণে মেয়র-এমপির ঐক্যমতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সন্তোষ প্রকাশ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের যানজট ও হকার মুক্তকরণে মেয়র ও সংসদ সদস্যদের ঐক্যমতে “আমরা নারায়ণগঞ্জবাসী”র সন্তোষ প্রকাশ করেছেন। ররিবার (৪ ফেব্রুয়ারি) আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় আরও জানানো হয়, নারায়ণগঞ্জ প্রেসক্লাব এই গোলটেবিল বৈঠকটি আয়োজন করায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। প্রেসক্লাব মিলনায়তনে মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমান, সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আমীর খসরু এর উপস্থিতিতে গোলটেবিল বৈঠকে ঐক্যমত পোষন করে। নারায়ণগঞ্জবাসীকে নিরাপদ সড়ক ও ফুটপাথ উপহার দেওয়ার অঙ্গীকারাবদ্ধ হওয়ায় “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের অভিনন্দন, সাধুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠন দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জকে যানজট ও হকারমুক্ত করার জন্য ও রেল চলাচল চাষাড়া থেকে কমলাপুর পর্যন্ত সীমাবদ্ধ রাখার দাবী জানিয়ে আসছি। ২নং রেলগেইট থেকে চাষাড়া পর্যন্ত রেললাইনের স্থলে সড়ক পথ নির্মাণের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দরখাস্ত প্রদান করেছি।

RSS
Follow by Email