সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ১৪ টাকা
লা্ইভ নারায়ণগঞ্জ: সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দাম অনুসারে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম পড়বে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা ছিল ৮৫২ টাকা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে বাড়তি দামে সয়াবিন ও পামতেল বিক্রি হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে ভোজ্যতেলের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, ‘সয়াবিন তেলের দাম বাড়ানোর ফলে ভোক্তাদের কিছুটা কষ্ট হবে। তবে এটা সাময়িক। বাজারে আরও বেশি সংখ্যক ব্যবসায়ী যুক্ত করা হচ্ছে। প্রতিযোগিতামূলক বাজারে সয়াবিন তেলের দাম কমেও যেতে পারে। স্থানীয় বাজার থেকে ভোজ্যতেলের জোগান বাড়াতে এরইমধ্যে দুইটি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে। আরও ৬-৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে খুব তাড়াতাড়ি।’
এর আগে এ দাম কার্যকর করতে গত রবিবার বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
প্রসঙ্গত, গত রমজানের আগে ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে সরকার ভোজ্যতেলের ওপর যে শুল্ক-করে ছাড় দিয়েছিল, তার মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়। এরপরই তেলের বাড়ানোর প্রস্তাব করে ব্যবসায়ীরা। দফায় দফায় আলোচনার পর এ ঘোষণা দেয় সরকার।