মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫
Led04রাজনীতি

স্বৈরাচারী সরকারের পতনে বড় ভূমিকা ছিল ছাত্র-যুবকদের: মাজেদুল ইসলাম

লাইভ নারায়ণগঞ্জ: ‘তুমি যতো খেলাধুলা করবে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তুমি খেলাধুলায় থাকবে তোমার মনের ভিতরে খারাপ মানসিকতা ঢুকবেনা। তুমি খেলাধুলায় থাকবে তুমি কোন নেশার সাথে জড়িত হবেনা, তুমি খেলাধুলায় থাকবে কোন অপর্কমের সাথে তুমি জড়িত হবেনা, খেলাধুলার সাথে জড়িত থাকলে অনেক খারাপ কাজ থেকে দূরে থাকা যায়।’

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে জালকুড়িতে ডিকবার ফুটবল নাইট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের সময় এই কথা বলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম। জালকুড়ি বন্ধু মহল ফুটবল ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাজেদুল ইসলাম বলেন, আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশের যুবকরা কি করতে পারে। এটা কিন্তু প্রমানিত, তোমরা প্রমান করেছ। আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। যুবক ও ছাত্রদের অনেক বড় ভূমিকা ছিলো এই আন্দোলনে। তোমাদের যুবকদের আগামীতে এইদেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। খেলাধুলার পাশাপশি লেখাপড়ায়ও মনোযোগ দিতে হবে, ভালোভাবে লেখাপড়া করবে,এই সমাজের কাজে লাগবে এটাই তোমাদের কাছে আমার চাওয়া।

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ব্যবসায়ী শহীদুল মল্লিক, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, বি,আই,ডব্লিউ টি,সি কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জাকির হোসেন, মোক্তার হোসেন ও শাহজাহান প্রমূখ। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন, জুবায়ের, মানিক,শাহীন ও নাহিদ।

RSS
Follow by Email