বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
Led05রাজনীতি

স্বৈরাচারী শাসনামলে বিএনপি জামায়াতের পাশে থেকে আন্দোলন করেছে: জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের পুল লেকপাড় এলাকায় অনুষ্ঠিত এক যুব সমাবেশে এই মন্তব্য করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।

সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের কিছু রাজনৈতিক নেতা যুবকদের ঘাম ও রক্ত ব্যবহার করে ক্ষমতায় আসে, কিন্তু পরে তাদের ত্যাগের কথা ভুলে গিয়ে ক্ষমতার নেশায় মানুষরূপী ডাইনীর মতো আচরণ করে। তিনি অভিযোগ করেন, গত ৫৩ বছরে কোনো সরকারই শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে পারেনি, যদিও তারা ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

মুহাম্মদ আবদুল জব্বার বলেন, ইসলামী সরকার ক্ষমতায় এলে এবং আল্লাহর আইন বাস্তবায়িত হলে সমাজে কোনো বৈষম্য থাকবে না এবং প্রত্যেকেই তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। তিনি যুবকদেরকে ভবিষ্যতের কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী যুব বিভাগের সভাপতি ও মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনের সময় বিএনপির নেতারা জামায়াতের পাশে থেকে একসঙ্গে আন্দোলন করেছেন। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর নির্মম অত্যাচারের কথাও স্মরণ করিয়ে দেন।

তবে তিনি বর্তমান কিছু নামধারী বিএনপি নেতাদের সমালোচনা করে বলেন, তারা চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে জড়িয়ে দল এবং দেশের সুনাম নষ্ট করছেন। তিনি প্রশ্ন করেন, “এই জন্যই কি হাজার হাজার ভাই রক্ত দিয়ে দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছিল?”

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমির আলহাজ্ব কফিল উদ্দিন আহমাদের সভাপতিত্বে এবং জামায়াত নেতা সাইফুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানা জামায়াতের আমির মাহাবুব আলম, দক্ষিণ থানা নায়েবে আমির আব্দুর গফুর, উত্তর থানা সেক্রেটারি শহিদুল ইসলাম সহ স্থানীয় পাঁচ শতাধিক যুবক ও নেতাকর্মী।

RSS
Follow by Email