বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
Led05আড়াইহাজারস্বাস্থ্য

স্বাস্থ্য সুরক্ষায় আড়াইহাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

লাইভ নারায়ণগঞ্জ: “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”—এই বার্তাটি সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস। স্বাস্থ্যবিধি মেনে চলার অপরিহার্যতা তুলে ধরতে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সম্মিলিতভাবে নানা কর্মসূচি পালন করেছে।

বুধবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আড়াইহাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিরে আসে। এই র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি অনুযায়ী সঠিক নিয়মে হাত ধোয়ার কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবর্গ। হাতে-কলমে পরিষ্কার পরিচ্ছন্নতার এই গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরা হয়।

এরপর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আঃ জব্বার, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার এবং আড়াইহাজার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল। বক্তারা হাত ধোয়ার গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে আলোচনা করেন, যা রোগ প্রতিরোধে একটি প্রথম ও কার্যকর পদক্ষেপ।

RSS
Follow by Email