রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
সোনারগাঁ

স্বামী-স্ত্রীর পরিচয়ে মাদক চোরা চালান, সোনারগাঁয়ে গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: স্বামী-স্ত্রীর পরিচয়ে মাদকের চোরা চালানের সময় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। বুধবার (২৩ আগষ্ট) সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজার পশ্চিমে গঙ্গানগর পুলিশ চেক পোষ্ট এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল করিম (৫৫) ও সেলিনা বেগম @ শিউলি (৪০)।

এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা সাড়ে ১৭ কেজি শুকনা বড়ই ও নগদ ৩৮ হাজার ৬শ’ ৪০ টাকা জব্দ করে র‌্যাব। র‌্যাব-৩’র সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল করিম একটি কুখ্যাত মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

RSS
Follow by Email