স্বামীর রাখা পিস্তল পুলিশের কাছে হস্তান্তর করলেন স্ত্রী
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলায় এক ব্যক্তির ভাড়া বাসা থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোড়ছা এলাকায় এই অভিযান চালানো হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার রাতে ৫ নম্বর ক্যানেলে একটি মারামারির ঘটনা ঘটেছিল, যেখানে লাবলু খানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। দুপুরে লাবলুর স্ত্রী পারভীন পুলিশের কাছে জানান যে, তার স্বামী রাতে বাসায় অস্ত্র রেখে পালিয়েছেন। একই সময় লাবলু তার স্ত্রীকে মারধরও করেছিলেন বলে অভিযোগ করেছেন পারভীন।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুলিশ লাবলু খানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করেছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি, তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।