শনিবার, মার্চ ২৯, ২০২৫
Led04রাজনীতি

স্বাধীনতা দিবসে জেলা ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন

লাইভ নারায়ণগঞ্জ: মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের মুক্তিকামী সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ। বুধবার (২৬ মার্চ) সকালে চাষাঢ়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, প্রচার সম্পাদক রাতুল দেওয়ান, জেলা কমিটির নেতা জান্নাতুল ফেরদৌস নিসা, সরকারি তোলারাম কলেজ শাখার সংগঠক রাইসা ইসলাম ও মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজ কমিটির তাহমিদ আনওয়ার ও শেখ সাদী, কদম রসুল কলেজের সংগঠক আরাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মো: মেহেরাব, মো: সোহাগ, হাবিবুর রহমানসহ ছাত্র ফেডারেশনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিল, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই স্বাধীনতাকে অর্থবহ করতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। উভয় সংগ্রামই শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রতীক। ছাত্র ফেডারেশন সবসময়ই গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও এই লড়াই অব্যাহত থাকবে। আমরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।”

তিনি আরও বলেন, “শিক্ষা, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ছাত্র ফেডারেশন সবসময়ই শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়ে এসেছে এবং আগামীতেও এই সংগ্রাম চালিয়ে যাবে।”

RSS
Follow by Email