শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
রাজনীতি

স্বাধীনতার পর থেকে মানুষ ইসলামের বাংলা দেখে নাই: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ দাবি করেছেন, সাধারণ মানুষের মধ্যে হাতপাখা প্রতীকের প্রতি গভীর আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে। তিনি বলেন, জনগণ এখন সৎ ও খোদাভীরু নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালিত হতে দেখতে চায়।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় বন্দর থানার ২৪, ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ড, মদনপুর এবং ধামগড় এলাকায় ব্যাপক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখে তিনি অভিভূত।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “স্বাধীনতার পর থেকে মানুষ বিভিন্ন দল ও নেতার শাসন দেখেছে। সোনার বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখেছে। কিন্তু ইসলামের বাংলা দেখে নাই। এবার রাষ্ট্র পরিচালনার জন্য সৎ ও খোদাভীরু লোক দেখতে চায় জনগণ। হাতপাখার প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা রয়েছে।”

আগামী নির্বাচন ‘পি আর পদ্ধতিতে অনুষ্ঠানের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগপৎ আন্দোলন চলছে জানিয়ে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”

তিনি আগামী কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, আগামী ২৭ অক্টোবর চাষাড়া শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, সংখ্যালঘু সম্পাদক মুহা. আবুল হাশেম প্রমুখ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email