বুধবার, মার্চ ২৬, ২০২৫
Led05রাজনীতি

স্বল্প আয়ের মানুষ কষ্টে দিন কাটাচ্ছে: মামুন মাহমুদ

লাইভ নারায়ণগঞ্জ: জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই উদ্যোগের মাধ্যমে সাড়ে ৬শ পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।’

সোমবার (২৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জে সাড়ে ৬শ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অধ্যাপক মামুন মাহমুদ।

অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, নাসিকের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হারুন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আলাউদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুন্না, যুগ্ম-সম্পাদক নুর হোসেন, সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, সিদ্ধিরগঞ্জ তরুণ দলের সাধারণ সম্পাদক মহারোজ প্রমুখ।

RSS
Follow by Email