স্বপ্ন ছিল সেবা করার, শেষ হলো নিরব অভিমানে
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে অভিমানে আত্মহত্যা করেছেন মো. রেদোয়ান অনিক (২৬) নামে এক তরুণ চিকিৎসক। দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ে চিকিৎসক হওয়া রেদোয়ান শেষ পর্যন্ত পারিবারিক সংকটকে সামলাতে না পেরে নিজেই জীবনকে বিদায় জানান।
স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে ছোটবোন নাবিলার সঙ্গে পারিবারিক বিষয়ের জেরে ঝগড়ার পর, রাতে পরিবারের সদস্যদের অগোচরে অনিক আত্মহত্যার পথ বেছে নেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
মেধাবী এই তরুণ চিকিৎসক সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার আশেক আলী ও ফরিদা দম্পতির ছেলে। ২০১৩ সালে তিনি এসএসসি পাস করেন এবং পরবর্তীতে ঢাকায় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে চিকিৎসাবিদ্যায় এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে অধ্যয়নরত ছিলেন।
মঙ্গলবার সকালে যখন রেদোয়ানের নিথর দেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছায়, তখন পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। আত্মীয়-স্বজন, বন্ধু ও এলাকাবাসী এক অসামান্য সম্ভাবনার এমন করুণ সমাপ্তিতে বাকরুদ্ধ হয়ে পড়েন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম খান জানান, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।