শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02ফতুল্লা

স্বপন চেয়ারম্যান আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন আর নেই।

শনিবার দুপুর আড়াইটার দিকে নিজ বাসায় অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পরিষদের সদস্য বাসেদ প্রধান।

তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, দুপুর আড়াইটার দিকে নিজ বাসায় অসুস্থ্য হয়ে পড়ে খন্দকার লুৎফর রহমান স্বপন। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের সচিব মো. আবু সাঈদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, রাত ১০ টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ফতুল্লা বাজার মসজিদে।

RSS
Follow by Email