শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04রাজনীতি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন শাহজাহান ভূঁইয়া

লাইভ নারায়ণগঞ্জ: স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া। মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলা নির্বাচন অফিস থেকে ওই মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

শাহজাহান ভূঁইয়া বলেন, আমি রূপগঞ্জ থেকে মনোনয়ন চেয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনা আমাদের গণভবনে ডেকে বক্তব্যের মাঝখানে বলেছেন, আমি ৩০০ সিটে তিনজন করে মনোনয়ন দিতে পারবো। কেউ যদি সাংগঠনিক দায়িত্বে থাকে ও জনপ্রিয় হয় তাহলে সে নির্বাচন করতে পারবে। আমি রূপগঞ্জ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আজ মনোনয়ন নিলাম, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

রূপগঞ্জে সরকারি দলের নেতাকর্মীরা হামলা-মামলায় জর্জরিত। তাদের মূল্যায়ন করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বলেও জানান শাহজাহান ভূঁইয়া।

RSS
Follow by Email