রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04জেলাজুড়েশিক্ষাসদর

স্থগিত হয়েছে তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠান

লাইভ নারায়ণগঞ্জ: ঘূর্ণিঝড় রেমালের আঘাতে স্থগিত হয়েছে সরকারী তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠান। বর্তমানের আবহাওয়ার পরিস্থিতি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ কতৃপক্ষ।

মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদ।

লাইভ নারায়ণগঞ্জকে তিনি বলেন, নবীন বরণ অনুষ্ঠানটি প্রতিবছর আমাদের কলেজে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের দূর্যোগপূর্ন প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী ৩-৪ দিন থাকতে পারে। এই অবস্থায় নবীন বরণ অনুষ্ঠান করা সম্ভব নয় তাই এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২৮ মে) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে মধ্যমনি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এছাড়া সাংস্কিৃতিক অনুষ্ঠানে নবীনদের মন মাতাতে আসছে জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ড আর্ক। সরকারি তোলারাম কলেজের নবীন বরণ উদযাপন কমিটি-২৪ এর আহ্বায়ক প্রফেসর সায়েরা বেগমের স্বাক্ষরিত একে বার্তায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি।

RSS
Follow by Email