স্থগিত না.গঞ্জ সদর উপজেলা নির্বাচন যে তারিখ হতে পারে
লাইভ নারায়ণগঞ্জ: ৮ মে দীর্ঘ প্রতীক্ষিত সদর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা থাকলেও জমিসংক্রান্ত জটিলতার কারণে তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) জেলা নির্বাচন অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ মার্চে আপিল বিভাগের দেওয়া আদেশ প্রতিপালনার্থে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা পরিষদের নির্বাচন ২২ এপ্রিল পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কমিশনারের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ রিয়াজুল আলম জানিয়েছেন, ২২ এপ্রিলের পর হাইকোর্টে এ বিষয়ে শুনানি হবে। শুনানির পর রায় দেওয়া হলে উপজেলা নির্বাচনের জন্য পূর্ব নিধারিত ৪ টি তারিখের কোন একটিতে সদর উপজেলা নির্বাচন হতে পারে।
তিনি লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ২২ এপ্রিল পর্যন্ত সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ২২ এপ্রিলের পর হাইকোর্টে এ নিয়ে শুনানী হবে। হাইকোর্ট রায় দিলে ৮ মে তারিখেই সদর উপজেলা পরিষদের নির্বাচন হতে পারে। কিংবা ১০-১২ দিন পর হতে পারে। আবার ১ মাস পরও হতে পারে। আদালত রায় দিলে যে ৪টি তারিখে দেশজুড়ে উপজেলা পরিষদের নির্বাচন হবে তার কোন একটিতে সদর উপজেলা পরিষদের নির্বাচন হতে পারে।
এদিকে, নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের সাথে কথা বলে অনুমান করা যাচ্ছে, জুন নাগাদ সদর উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। জানা গেছে, সংশোধিত তারিখ অনুযায়ী প্রথম ধাপে ৮ মে, দ্বিতীয় ধাপে ২১ মে, ২৯ মে তৃতীয় ধাপে এবং ৫ জুন চতূর্থ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নারায়ণগঞ্জে ৮ মে বন্দর উপজেলা পরিষদ নির্বাচন, ২১ মে সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।