বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
Led01সিদ্ধিরগঞ্জ

স্ত্রী-জেঠাস-সন্তানের বস্তাবন্দি খন্ডিত লাশ উদ্ধার, স্বামী আটক

লাইভ নারায়ণগঞ্জ: প্রতিবন্ধী বোন স্বপ্নাকে নিয়ে স্বামী সন্তানসহ সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকায় বসবাস করতেন লামিয়া বেগম। বিভিন্ন সময়ে স্বামী কাজ না করা ও মাদক সেবন নিয়ে বাকবিতন্ডা লামিয়ার সাথে। এতে মেরে ফেলার হুমকিও পেতো স্বামীর কাছে। তারই ধারাবাহিকতায় স্ত্রীর প্রতিবন্ধী বোন, আড়াইবছরের সন্তানসহ স্ত্রীকে হত্যা করে টুকরো করে বাড়ির আঙ্গিনায় বস্তাবন্দি করে মাটিতে পুতে রাখেন অভিযুক্ত স্বামী ইয়াসিন।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মিজমিজি বড়বাড়ি পুকুর পাড় বাড়ির আঙ্গিনায় মাটিচাপা বস্তাবন্দি অস্থায় পুলিশ তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, লামিয়া (২২), তার আড়াই বছরের ছেলে আব্দুল্লাহ ও মানষিক প্রতিবন্ধী বড় বোন স্বপ্না (৩৫)।

নিহত লামিয়ার বোন মুনমুন জানায়, ২০২২ সাথে প্রেম করে বিয়ে হয় ইয়াসিন ও লামিয়ার। তাদের ঘরে একটা আড়াইবছরের ছেলে ছিলো। প্রায় সময় ইয়াসিন লামিয়াকে মারধর করতো। মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রিও করতো। কিছুদিন আগেও মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে তাকে। মাদকের টাকার জন্য লামিয়াকে প্রায় সময় মারধর করতো। লামিয়া সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় একটি গার্মেন্টের্সের পোষাক শ্রমিক হিসেবে কাজ করতো।

এলাকাবাসী ও পুলিশ জানান, সকালে একটি বস্তায় মোড়ানো হাত দেখতে পেশে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তিনজনের খন্ডিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে পুলিশ আটক করেছে। ইয়াসিন একজন মাদকসেবী ছিল। পারিবারিক কলহের জেরে ইয়াসিন তার স্ত্রী লামিয়া, তার বোন স্বপ্না ও ছেলে আব্দুল্লাহ ওরফে রাফসান ওরফে লাবিবকে হত্যাকরে মাটি চাপা দিয়ে রাখে। পুলিশ ধারনা করছে গত দুই তিনদিন আগে এ ইয়াসিন তার পরিবারের তিনজনকে হত্যাকরে খন্ডিত করে বস্তায় ভরে বাড়ির আঙ্গিনায় মাটিচাপা দেয়।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

RSS
Follow by Email