স্ত্রীর ওপর অভিমান করে অটোচালকের আত্মহত্যার অভিযোগ
লাইভ নারায়ণগঞ্জ: পারিবারিক কলহের জেরে স্ত্রীর বাপের বাড়ি চলে যাওয়ার অভিমানে আরমান (৪২) নামে এক অটোচালক আত্মহত্যা করেছেন। রবিবার বিকেলে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রাতের কোনো এক সময় নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেরশ্বরী এলাকার আসাদুল্লাহ মিয়ার ছেলে আরমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
পুলিশ ও পরিবারের তথ্য সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর পূর্বে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকার আকলিমা বেগমের সাথে আরমানের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রবিবার বিকেল ৩টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী ক্ষোভ প্রকাশ করে তার পিত্রালয়ে চলে যান। এই ঘটনায় অটোচালক আরমান অত্যন্ত মনঃক্ষুণ্ণ হন এবং ওই দিন রাতে মনের ক্ষোভে আত্মহত্যা করেন। পরের দিন, সোমবার দুপুর পর্যন্ত আরমান তার ঘর না খুললে তার বাবা আসাদুল্লাহ মিয়া ছেলেকে ডাকতে যান। ভেতরে উঁকি দিয়েই তিনি আরমানকে আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী নিশ্চিত করেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যাজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।