শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
Led01আড়াইহাজার

স্ত্রীকে হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদ, থানায় ‘অপমৃত্যুর মামলা’

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতার স্ত্রী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি ‘যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করা হয়েছে’। অপর দিকে, নিহতের স্বামীর পরিবারের দাবি ‘অসুস্থ হওয়ার পর হাসপাতালে মৃত্য হয়’। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমন মিয়ার (২৮) পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সুমন মিয়া আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ নেতা ও সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।

নিহত গৃহবধূর নাম জিদনী আক্তার(২৩)। সে আড়াইহাজার উপজেলার বৈলারকান্দি গ্রামের মৃত. সিরাজ মিয়ার মেয়ে। তার স্বামী সুমন মিয়া আড়াইহাজারের শ্রীনিবাসদী গ্রামের হান্নান মিয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানান, প্রায় দেড় বছর প্রেমঘটিত সম্পর্কের পর তাদের বিয়ে হয়। দেড় মাস আগে তাদের একটি সন্তান হয়। তাদের পরিবার দাবি করেছে বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে ছাত্রলীগ নেতা। এসব বিষয় পরিবারকে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ভিডিও কলে জানালে ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

তিনি আরও জানায়, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করি। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। আপাতত এই ঘটনায় পরিবারের অভিযোগে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

RSS
Follow by Email