মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
Led01Led02আদালত

স্ত্রীকে গলাকেটে হত্যা, ৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূকে হত্যার দ্বায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামীর নাম হীরা চৌধুরীকে (৩৩)। সে ফতুল্লা থানার পূর্ব লামাপাড়ার ওমর চৌধুরী তুহিনের ছেলে। সেই সঙ্গে নিহত তানজিদা আক্তার পপি ফতুল্লার বক্তাবলীর রাজাপুরের মৃত আলী আশরাফের মেয়ে।

কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান বলেন, ২০২১ সালে উভয় পরিবারের সম্মতিতে হীরা চৌধুরীর সঙ্গে তানজিদা আক্তার পপির বিয়ে হয়। পারিবারি কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যা করেছেন তারই স্বামী। এ ঘটনায় ২০২১ সালের ২৬ মে ফতুল্লার থানায় ভিকটিমের ছোট ভাই মো. শাকিল মামলা করেন। হত্যা মামলায় হীরা চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

RSS
Follow by Email