স্ত্রীকে এসিড নিক্ষেপ মামলায় স্বামী আটক
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে ১ সন্তানের জননী পিংকি আক্তার (২৯)কে এসিড নিক্ষেপ করে জ্বলসে দেওয়ার মামলায় স্বামী রাশেদুল ইসলাম ওরফে রিংকু (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) দুপুরে অভিযুক্ত স্বামীকে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম রিংকু বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের দক্ষিন খালপাড় মনারবাড়ী এলাকার মুনসুর আলম মিয়ার ছেলে।
গত মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ী দক্ষিণ খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১১ মার্চ দুপুর ১টায় উল্লেখিত এলাকায় এ ঘটনাটি ঘটে।
