স্তন ক্যান্সার প্রতিরোধে আলোচনা সভা
লাইভ নারায়ণগঞ্জ: স্তন ক্যান্সার সচেতনতা মাস—অক্টোবর ২০২৫ উপলক্ষে নারীদের মধ্যে সচেতনতা বাড়াতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় সংগঠন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা।
সভায় স্তন ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর উইমেন হেলথ ব্রেস্ট ক্যান্সার প্রজেক্টের ফিজিশিয়ান ইন-চার্জ এবং আইডিবির কনসালটেন্ট ব্রেস্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রেহানা বেগম। তিনি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় সচেতনতা, প্রতিরোধের উপায় এবং নারীরা কিভাবে নিজেরাই স্ক্রিনিং পদ্ধতিতে পরীক্ষা করতে পারেন, সেই পদ্ধতি উপস্থাপন করেন।
এছাড়াও, হেলথ অ্যান্ড ফুড সোসাইটির প্রশিক্ষক ডা. ফারা নাজিম খান প্রতিদিনের খাদ্যাভ্যাস কিভাবে স্বাস্থ্য সুরক্ষা দেয় এবং কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি খাদ্যের মাধ্যমে দেহের রোগ প্রতিহত করার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষজ্ঞরা বলেন, সচেতনতা ও সুরক্ষার জন্য প্রতিটি নারীকে অবশ্যই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, বিশেষ করে ৪০ বছর বয়সের পর প্রতি বছর একবার ম্যামোগ্রাফি করানো প্রয়োজন। সুষম খাদ্য গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা এবং নিয়মিত ব্যায়াম হরমোনের ভারসাম্য বজায় রেখে এই রোগ প্রতিরোধে সাহায্য করে।
বক্তারা বলেন, স্তন ক্যান্সার কোনো লজ্জার বিষয় নয়। পরিবার ও সমাজকে নারীদের পাশে দাঁড়াতে হবে। “লজ্জা নয়, আলোচনা ও সচেতনতাই পারে জীবন বাঁচাতে। আজকের একটি সচেতনতা আগামী দিনের একটি জীবন বাঁচাতে পারে।” এই পরিস্থিতি মোকাবিলায় সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন জেলার সদস্য ফাহমিদা আজাদ, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, প্রশিক্ষণ সম্পাদক লায়লা ইয়াসমিন, সদস্য নীলা আহমেদ ও তিথি সুবর্ণা, এবং শহর কমিটির সদস্য মল্লিকা দাস ও সুফিয়া বেগম।
জেলা কমিটির পক্ষে এ সময় উপস্থিত ছিলেন জেলার সাবেক সভাপতি আনজুমান আরা আকসির ও লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি প্রীতিকণা দাস ও কমলা দে, সাধারণ সম্পাদক রহিমা খাতুন সহ জেলা ও শহর কমিটি সংগঠক ও তরুণীসহ মোট ৩৬ জন সদস্য।