শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Led01আদালত

স্কুলছাত্র রোমান হত্যা মামলা: ৩ দিনে রিমান্ডে সাবেক মন্ত্রী গাজী

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপগঞ্জের স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ৩ দিনের রিমাণ্ডে নিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে ৭ দিনের রিমাণ্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।

তিনি জানায়, গত ৫ আগস্ট সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় দশম শ্রেণির ছাত্র রোমান। এ ঘটনায় গত ২১ আগস্ট রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের খালা রিনা বেগম। ওই মামলায় গোলাম দস্তগীর গাজীকর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেশুনানি শেষে আদালত তিন দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগেও একই মামলায় তাকে রিমান্ডে নিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার হন গোলাম দস্তগীর গাজী। তিনি নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তাকে এর আগে একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে নিয়েছে পুলিশ।

RSS
Follow by Email