স্কাউটস দিবসে ডিসি ‘সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, সাহসের সাথে মোকাবিলা করতে হবে’
লাইভ নারায়ণগঞ্জ: জেলা স্কাউটস এর সভাপতি ও জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,‘স্কাউটস এর মূল লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কোন কাজই ছোট নয়। এদেশকে সাজাতে হবে আমাদেরই। অন্য কেউ এসে এদেশ সাজাবে না। কাজেই আমাদের নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে কাজ করতে হবে। আমরা সবাই সব সময় ভালো কাজ করব। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবিলা করতে হবে স্কাউটদের।’
বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষ্যে র্যালী, পরিস্কার পরিচ্ছন্নতা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে জেলা ও সদর উপজেলা। এসময় স্কাউটস প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডিসি। অনুষ্ঠানে গাজায় নৃশংস হত্যাকান্ডে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা
হয়।
এসময় ডিসি আরও বলেন, ‘স্কাউটসের মূলনীতি, লক্ষ্য ও উদ্দে্যশ্যকে নিজেদের জীবনে প্রস্ফূটিত করতে হবে। সকলকে সম্মানের জায়গায় বিবেচনা করতে হবে। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে শিখতে হবে। স্কাউটরা প্রতিনিয়ত তাদের নিজেদের বিদ্যালয়ের আঙ্গিনা পরিস্কার পরিচচ্ছন্ন রাখতে হবে। আমাদের নারায়ণগঞ্জ কে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচীতে স্কাউটদের কাজ করতে হবে। শহরকে সবুজায়ন করতে এক লক্ষ কৃষ্ণচুড়া বৃক্ষ রোপন কর্মসূচিতে স্কাউটদের সম্পৃক্ত করা হবে। দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের দৃঢ় প্রত্যয় থাকতে হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব মোঃ মাসফাকুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্কাউটসের কমিশনার জনাব মোঃ ফজলুল হক ভূইয়া মন্টু, স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সম্পাদক জনাব গোলাম মোস্তফা শাহীন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার, স্কাউট, গার্ল—ইন স্কাউট ও কাব স্কাউট সদস্য বৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জনাব ড. মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাফর সাদিক চৌধুরী ও জেলা স্কাউটস এর কর্মকর্তা বৃন্দ অংশগ্রহন করে।