স্কাউটসদের ডিসি ‘পৃথিবীকে যেমন পেয়েছো, তার থেকে ভালো রেখে যাওয়ার চেষ্টা করতে হবে’
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা স্কাউটস’র সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আগামী প্রজন্মের জন্য অনুকরনীয় ও অনুস্বরনীয় কাজে স্কাউটদের নিয়োজিত থাকতে হবে। পৃথিবীকে যেমন পেয়েছো তার থেকে ভালো করে রেখে যেতে চেষ্টা করতে হবে, স্কাউট জনক ব্যাডেন প্যাওয়েলের উক্তি প্রতিটি স্কাউট সদস্যের বুকে ধারন করতে হবে।’
বুধবার (২১ মে) জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা মাল্টিপারপাস ওয়া্র্কশপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ স্কাউটসের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘স্কাউটরা গ্রীন এন্ড ক্লিন কর্মসূচীতে অংশ গ্রহণ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে যে সকল খালি জায়গা আছে সেখানে গাছ লাগাতে হবে। স্কুলের আঙ্গীনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্কাউটদের সহায়তা করতে হবে। সময়ের প্রতি আমাদের সকলকে যত্নবান হতে হবে। সকলকে সময়ের মূল্য দিতে হবে। প্রতিটি সময়ে আমাদের ভাবতে হবে কিভাবে ভালো কাজ করা যায়, সমাজের সেবা করা যায় ।ভাল কাজের মাধ্যমে মানুষ দীর্ঘ দিন সকলে মাঝে বেঁচে থাকে। সকলকে সম্মানের জায়গায় বিবেচনা করতে হবে। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে শিখতে হবে। স্কাউটস এর মূল লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে স্কাউটদের কাজ করতে হবে।’
ওয়ার্কশপ পরিচালক ও জেলা স্কাউট কমিশনার মোঃ ফজলুল হক ভূইয়া মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান, জেলা স্কাউটসের সম্পাদক জনাব গোলাম মোস্তফা শাহীন, জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ, জেলা স্কাউটসের সহকারী কমিশনারগণ, জেলা স্কাউট লিডার, জেলা কাব লিডার, উপজেলা স্কাউট কমিশনারগণ, সম্পাদকগণ, সহকারী কমিশনার (সংগঠনগন), সম্পাদকগণ, উপজেলা স্কাউট লিডারগণ, উপজেলা কাব লিডারগণ।
দিনব্যাপী ওয়ার্কশপে উপজেলা ওয়ারী ২০২৪—২০২৫ সালের বাস্তবায়িত কর্মসূচি ও ২০২৫—২০২৬ সালের প্রস্তাবিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন উপজেলা সম্পাদকগণ। পরবর্তী সময়ে সকলের অংশগ্রহণ ও মতামতের ভিক্তিতে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার ২০২৫—২০২৬ সালের বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়নসহ ওয়ার্কশপ সুপারিশমালা ও ঘোষনা পত্র তৈরি করা হয়।