শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
Led05জেলাজুড়েশিক্ষাসিদ্ধিরগঞ্জ

সোহাদায় কারবালার স্বরণে পাক পাঞ্জাতন সুন্নি মডেল মাদ্রাসার মিলাদ মাহফিল

লাইভ নারায়ণগঞ্জ: সোহাদায় কারবালার স্বরণে ও আন্দোলনে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করেছে সিদ্ধিরগঞ্জের পাক পাঞ্জাতন সুন্নি মডেল মাদ্রাসা ও এতিমখানা। শনিবার (১৭ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিরতআলী এলাকায় এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পাক পঞ্জাতন সুন্নি মডেল মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফরাজীকান্দি আল ওয়াইসিয়া দরবার শরীফের কেবলা শায়খৎ মুকাদ্দেস আহমাদ, পঞ্জাতন সুন্নি মডেল মাদ্রাসা ও এতিমখানার পরিচালক আব্দুল আজিজ, হাফেজ মোহাম্মদ সাকিব, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালেহী, মাওলানা মুফতি মোফাজ্জল হোসেন সোবহানী ও ফয়সাল মাহমুদ প্রমূখ।

RSS
Follow by Email