সোহাগ হত্যায় ছাত্র ফেডারেশনের বিক্ষোভ ‘শিক্ষাব্যবস্থার ব্যর্থতাই এমন নৃশংসতার জন্ম দিচ্ছে’
লাইভ নারায়ণগঞ্জ: পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা এক বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে হত্যাকারীদের দ্রুত বিচার এবং দেশে বিচারহীনতার সংস্কৃতি অবসানের জোর দাবি জানানো হয়।
কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূরের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক অপূর্ব রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শাখার সদস্য শেখ সাদী, মিম। এছাড়া, কদম রসুল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অনামিকা চৌধুরীও বক্তব্য রাখেন। সমাবেশে কলেজ শাখার সদস্য আহাদ, হেমা, তাহমিদ, সানজিদা, কদম রসুল কলেজ শাখার সদস্য আরিফ এবং ফতুল্লা থানার সংগঠক জাওয়াদ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
বক্তব্যে কলেজ শাখার সদস্য শেখ সাদী বলেন, “আন্দোলনের পরবর্তীতে দেশের এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, দ্রুততার সাথে এই হত্যাকান্ডের বিচার করুন। এই বিচারহীনতা আর মানা যায় না।”
সভাপতির বক্তব্যে মৌমিতা নূর লাল চাঁদ সোহাগের হত্যাকাণ্ডকে “বাংলাদেশের জন্য ভয়ংকর নজির” হিসেবে উল্লেখ করেন। তবে তিনি এও বলেন যে, “এই নজির এই প্রথম নয়। এর আগেও বিশ্বজিৎ, আবরার ফাহাদ, ত্বকি, তোফাজ্জল এবং সর্বশেষ সোহাগকে এই দেশে অকাতরে প্রাণ দিতে হয়েছে।”
তিনি এই ধরনের হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন। মৌমিতা নূর বলেন, “এতো সাহস এখনো মানুষের মধ্যে জন্মায় তার কারণ বিচারহীনতার সংস্কৃতি। এই সংস্কৃতি না রুখতে পারলে এমন হত্যা চলতেই থাকবে।” তিনি প্রশাসনকে যথাযথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তৎপর হওয়ার আহ্বান জানান এবং দাবি করেন, “হত্যাকারী যে দল, মতের হোক বিচার হওয়া বাঞ্ছনীয়।”
বিকৃত চিন্তাভাবনার উৎস নিয়ে প্রশ্ন তুলে মৌমিতা নূর বলেন, “এই যে সিমেন্টের ব্লক দিয়ে থেতলে ফেলার মতো এত বিকৃত চিন্তা মানুষ পায় কিভাবে? এর পেছনে রয়েছে ক্ষমতা ও শিক্ষাব্যবস্থার হাত।” তিনি মনে করেন, ক্ষমতার ভুল ব্যবহার এবং নীতি-নৈতিকতা গঠনে শিক্ষাব্যবস্থার ব্যর্থতাই এমন নৃশংসতার জন্ম দিচ্ছে। তাই তিনি শিক্ষাব্যবস্থার উন্নতির ওপরও জোর দেন।