সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Led01Led02আদালত

সোলাইমান হত্যা মামলা: সাবেক আইনমন্ত্রীর ৪ দিনের রিমান্ড, আদালত প্রাঙ্গণে তুলকালাম

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোমবার সকালে কড়া নিরাপত্তায় আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। আদালত সূত্রে জানা যায়, সিআইডি এই মামলায় আনিসুল হকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

আদালতের কার্যক্রম শেষে আনিসুল হককে যখন এজলাস থেকে বের করা হচ্ছিল, তখন আদালত চত্বরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থী আইনজীবীরা আনিসুল হকের দিকে কিল-ঘুষি দিয়ে ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত আনিসুল হককে প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ২২ অগাস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রী দীপু মনি, আনিসুল হক, ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে। এই মামলার তদন্তে আনিসুল হকের সম্পৃক্ততা খতিয়ে দেখতেই রিমান্ড চাওয়া হয়েছিল বলে সিআইডি সূত্রে জানা যায়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

RSS
Follow by Email