বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
রাজনীতি

সোমবার বিজয় র‌্যালি বের করবে না.গঞ্জ জেলা বিএনপি

লাইভ নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে সকাল ১০ টায় বিজয় র‌্যালি বের হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন‘র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৬ই ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিজয় র‍্যালীর আয়োজন করা হয়েছে। উক্ত র‍্যালীটি রূপগঞ্জের ভুলতাস্থ ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে সকাল ১০ ঘটিকায় শুরু হবে। যথাসময়ে সকলকে যথাস্থানে উপস্থিত হয়ে র‍্যালীতে অংশ নিতে আহবান করছি।

RSS
Follow by Email