শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led01Led02জেলাজুড়ে

সোমবার বাংলাদেশের গৌরবের দিন: মহান বিজয় দিবস

লাইভ নারায়ণগঞ্জ: ১৬ ডিসেম্বর-মহান বিজয় দিবস, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙালিরা পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতা লাভ করে। পৃথিবীর বুকে জন্ম নেয় বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম দেশ। সেই হিসাবে সোমবার বাংলাদেশ বিজয়ের ৫৩ বছর পূর্তির দিন।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানের হানাদার বাহিনী নৃশংসভাবে এই দেশের ঘুমন্ত সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালায়। তারা যখন গণহত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল, তখনই শুরু হয়েছিল বাঙালিদের প্রতিরোধ সংগ্রাম। শত্রুর মোকাবিলায় দেশের বীর সন্তানেরা যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন। তাঁদের ছিল না যুদ্ধের প্রশিক্ষণ, ছিল না কোনো উন্নত সমরাস্ত্র। কিন্তু প্রত্যেকেই দেশের জন্য জীবণ দিতে প্রস্তুত ছিলেন।

দীর্ঘ ৯ মাস শক্তিশালী পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন দেশের সব ধর্ম, বর্ণ, ভাষার বীর সন্তানেরা। ৩০ লাখ মানুষের প্রাণ, ২ লাখ মা-বোনের সম্ভ্রম আর বিপুল সম্পদহানির ভেতর দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। অবশেষে ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়।

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনে কার্যালয় থেকে জানানো হয়, সোমবার সূর্যোদয়েরর সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সেই সাথে চাষাড়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষ বিজয়স্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এই দিন সকল সরকারি, আধা-সরকারি, সায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এর পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে নারায়ণগঞ্জ‘র শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। দুপুর ১টার দিকে স্থানীয় সকল হাসপাতাল, জেলাখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র, সরকারি শিশু পরিবার ও আশ্রয় কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বনাম জেলা প্রশাসন প্রীতি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজয় দিবসে দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে-চাষাড়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গনে বিজয় মেলা, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সিনেমাহল ও উন্মুক্ত স্থানে শিক্ষার্থীদের জন্য বিনা টিকেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শনী।

RSS
Follow by Email