বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led05সোনারগাঁ

সোনারাগাঁয়ে শাহজাহান হত্যা মামলার প্রধান আসামী আটক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে শাহজাহান নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় প্রধান আসামী ইমরান (৪২) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। তবে এর আগে বুধবার রাত সাড়ে ১০ টায় সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ ইমরান হোসেন হলেন সোনারগাঁয়ের পিরোজপুর ইউপির ছোট কুরবানপুর এলাকার মৃত আশেক আলী ওরফে হাসুর ছেলে। অপরদিকে নিহত যুবক শাহজাহান একই এলাকার পার্শ্ববর্তী দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শাহজাহান হত্যা মামলার প্রধান আসামী মোঃ ইমরান হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তার থেকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার জন্য আজ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর শাহজাহান নামের ওই যুবককে সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারীভাবে কুপিয়ে রক্তাক্তজখম করা হয়। এ সময় তার ডাকচিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা রাজধানীর মালিবাগে প্রাইম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সেই যুবক শাহজাহানের মৃত্যু হয়। এতে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

RSS
Follow by Email