বুধবার, জানুয়ারি ১, ২০২৫
Led01সোনারগাঁ

সোনারাগাঁয়ে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৪

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) মেঘনা ব্রিজের প্রবেশ মুখের এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আলেয়া খাতুন বরিশাল পিরোজপুরের নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী। আহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায় নি।

কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) কাজী ওয়াহিদ মোরশেদ লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত আলেয়া তার মেয়েসহ দুই নাতনিকে নিয়ে বরিশাল থেকে সোনারগাঁয়ে বেড়াতে আসেন। বিকেলে সোনারগাঁ থেকে মুন্সিগঞ্জের গজারিয়ায়  আরেক আত্মীয় বাড়িতে যেতে সিএনজিতে করে রওনা হন। পথে মেঘনা টোল প্লাজায় তাদের সিএনজি টি উল্টো পথ দিয়ে মেঘনা ব্রিজে উঠার সময় প্রবেশ মুখে ঢাকাগামী একটি এম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলেয়া। গুরুতর আহত অবস্থায় তার মেয়েসহ দুই নাতনি ও সিএনজির চালককে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই এ্যাম্বুলেন্সসহ চালক পলাতক রয়েছে।

RSS
Follow by Email