সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় যুবক আটক
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা ও জনি হত্যার ঘটনার রনি নামের একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) এক অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগা থানার আফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী।
আটককৃত রনি হলো, মহজমপুর উত্তর কাজীপাড়া তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, লাঠি-সোঠা, ইট-পাটকেল, রামদা দিয়ে ছাত্র-জনতার উপর হামলা করা হয়। এসময় ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কাঁচপুর ব্রীজের পূর্ব ঢালে আসামীদের ছোড়া ২ টি গুলি লাগে জনি নামের এক যুবকের। এসময় একটি গুলি পিঠ থেকে ঢুকে সামনে থেকে বের হয়ে যায়, অন্যটি শরীলেই থেকে যায়। এসময় ঘাটনাস্থলেই মৃত্যুবরণ করেন জনি। সেই মামলায় রনিকে আজ আটক করেছি। রনি এ মামলার এজাহার নামীয় ১৬৯নং আসামী। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।