সোনারগাঁ হচ্ছে সাংস্কৃতির ধারক ও বাহক: ডিসি জাহিদুল ইসলাম
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এই সোনারগাঁ হচ্ছে সাংস্কৃতির ধারক ও বাহক। এই সোনারগাঁর ঐতিহ্য রয়েছে। আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো আছে, সেগুলোকে সব সময় আমরা প্রমোট করতে চাই। তবে, এই উৎসবগুলো করতে গিয়ে আমরা বার বার চ্যালেঞ্জের সম্মুক্ষিন হচ্ছি। কেমন চ্যালেঞ্জ? আমাদের বিশ্বের টেকনোলজি দিন দিন উন্নত হচ্ছে এবং আমরা বিশ্বের সাথে এখন সম্পুর্ণ সংযুক্ত।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
আমরা যাই তৈরি করবো, তা কোয়ালিটি সম্পুর্ণ হতে হবে। কোয়ারিটি সম্পুর্ণ পণ্য তৈরি না করলে, আমাদের আসল যে উদ্দেশ্য তা কিন্তু অর্জন হবে না। আমাদের যত কারু শিল্পি আছে, লোকজ শিল্পি আছে তাদের আমি বলবো, আপনারা পন্যের গুনগত মান ঠিক রাখার চেষ্টা করুন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. মফিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, ট্যুরিস্ট পুলিশ সুপার (ঢাকা রিজিয়ন) মো. নাইমুল হক।