সোনারগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় পাচঁ জনসহ আটক ৮
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ৫ জনসহ মোট ৮জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) এক অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী।
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার প্রেক্ষিতে আটকৃতরা হলেন, সোনারগাঁয়ের মামুদ্দী এলাকার আলী আহম্মদ মাস্টারের ছেলে আনার হোসেন, একই উপজেলার গোয়ালদী এলাকার মৃত সুরুজ মিয়ারর ছেলে মৃদুল, ভৌমিকপাড়া লাদুরচর এলাকার মৃত বদরুদ্দিন ভূইয়ার ছেলে ও নোয়াগাঁও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিন উদ্দিন ভূইয়া, ব্রাহ্মণবাওগা এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে ও জামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন জালাল, সোনা মিয়া ডাকাত এর ছেলে শহিদুল্লাহ।
পুলিশ জানায়, সোনারগাঁ থানা এলাকায় এক গ্রেফতারি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এর মধ্যে ওয়ারেন্ট মূলে ২জন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রুজুকৃত মামলায় ৫জন এবং অন্যান্য ঘটনায় ১ জনসহ মোট ৮ জনকে আটক করা হয়। আটককৃত আসামীদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।